০৫ আগস্ট ২০২৫, ১৯:৪৩

জুলাই আন্দোলনে শহীদ সাজিদের পরিবারকে উপহারসামগ্রী দিল জবি ছাত্রদল

সাজিদের পরিবারের হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে  © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জুলাই অভ্যুত্থান আন্দোলনে নিহত শিক্ষার্থী সাজিদের পরিবারের হাতে উপহারসামগ্রী, নগদ সহায়তা ও একটি শ্রদ্ধার স্মারক তুলে দিয়েছে জবি শাখা ছাত্রদল। এ কার্যক্রমটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব তুলে দেওয়া হয়।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, সাজিদের স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে এবং তার পরিবারের পাশে থাকার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সদস্যসচিব সামসুল আরেফিন বলেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোকে তারা দায়িত্ব হিসেবে দেখছেন এবং এ সহায়তা তারই অংশ।

অনুষ্ঠানে ছাত্রদলের অন্য নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, রবিউল আউয়াল, রাশেদ আহমেদ, অনিক প্রমুখ।