ধানের শীষের কোট পিন পরিয়ে টাকা নিলেই ব্যবস্থা
আগামী রবিবার (৩ আগস্ট) শাহবাগে ছাত্রদলের সমাবেশে ধানের শীষের কোট পিন পরিয়ে টাকা আদায় পুরোপুরি নিষিদ্ধ বলে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার (১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দিয়েছেন তিনি।
ওই পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, বিগত সময়ে ছাত্রদলের লগো/ধানের শীষের প্রতীক সম্বলিত কোট পিন পরিয়ে টাকা আদায়ের ঘটনাগুলো আমাদের নজরে এসেছে।কোট পিন পরিয়ে টাকা আদায়ের সাথে ছাত্রদলের কোন পর্যায়ের নেতা-কর্মীদের সামান্যতম সম্পৃক্ততা নেই। আগামীকাল ৩ আগষ্টের ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপলক্ষে/পরবর্তীতেও এ ধরনের কর্মকাণ্ড পুরোপুরি নিষিদ্ধ।
তিনি আরও লেখেন, যদি কেও এ ধরনের কার্যক্রম প্রত্যক্ষ করেন, সাথে সাথে তাদেরকে নিবৃত্ত করবেন। তারা নিবৃত্ত না হলে, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট তাদেরকে সোপর্দ করবেন।
এর আগে, শুক্রবার (১ আগস্ট) সমাবেশ সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৬ নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনাগুলো হলো-
১. ছাত্র সমাবেশে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না।
২. সমাবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কেন্দ্র নির্ধারিত জায়গায় সব ইউনিটকে বাধ্যতামূলক অবস্থান করতে হবে।
৩. কাঁটাবন মোড় থেকে আজিজ সুপার মার্কেট ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাঝের গলি দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচলে সার্বিক সহযোগিতা কতে হবে।
৪. সমাবেশের দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি কোনো অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না।
৫. ব্যক্তিগত শোডাউন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে আসা যাবে না।
৬. সংশ্লিষ্ট ইউনিটের জন্য নির্ধারিত স্থান পরিষ্কার করে সমাবেশস্থল ত্যাগ করতে হবে।
উল্লেখ্য, সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।