জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে শাহবাগে গণজমায়েতের প্রস্তুতি চলছে
জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবিতে শাহবাগে গণজমায়েত এর প্রস্তুতি চলছে। শুক্রবার (১ আগস্ট) বিকেল ৩টায় এ গণজমায়েতের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাতে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর ফেসবুক পেজ ও দলটির
আহ্বায়ক আলী আহসান জুনায়েদের এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
ওই পোস্টে একটি পোস্টার শেয়ার করেছেন আলী আহসান জুনায়েদ। এতে লেখা আছে, চলে আসুন শাহবাগে। শুক্রবার, ১ আগস্ট ২০২৫ (বিকেল ৩টা)। ওই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ।
এদিকে আপ বাংলাদেশের ফেসবুক পেজে আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে, শাহবাগে মঞ্চ তৈরির প্রস্তুতি চলছে। সেখানে উপস্থিত আছেন আলী আহসান জুনায়েদসহ আপ বাংলাদেশের নেতাকর্মীরা।
এর আগে, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’-এর ব্যানারে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। দিনভর চলা অবরোধ কর্মসূচিতে শাহবাগ মোড় ও এর আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।