২৬ জুলাই ২০২৫, ১৮:৫৫

এবার ৩ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা এসএসসি উত্তীর্ণদের

শিক্ষার্থী  © ফাইল ছবি

এবার তিনদফা দাবিতে মাঠে নামছেন এসএসসি-২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা। আগামী সোমবার (২৮ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে কর্মসূচি পালন করবেন তারা। তবে কী ধরনের কর্মসূচি পালন করা হবে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ‘এইচএসসি ক্যান্ডিডেট ২০২৫’ নামক একটি ফেসবুক গ্রুপে এনকে নাঈম খান নামক আইডি থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সচিবালয়ের সামনে যে কর্মসূচি পালিত হয়েছিল, সেটিও এই গ্রুপের মাধ্যমে পরিচালিত হয়েছিল বলে জানা গেছে।

ফেসবুক পোস্টে বলা হয়েছে,  ‘আগামী সোমবার সকাল ১১টায় পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হলো। বকশিবাজারের জয়নগর রোডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে কর্মসূচি পালিত হবে। এইচএসসি সিনিয়র ভাই এবং বোন আপনারা সেদিন পরীক্ষা শেষে  আমাদের সাথে যুক্ত হবেন।’

তাদের দিন দফা দাবি হলো- প্রশ্নপত্রের বৈষম্য অবসান করতে হবে; সাপ্লিমেন্টারি পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থা করা এবং এমসিকিউ ও সিকিউ মিলিয়ে পাশের সুযোগ করে দিতে হবে।