সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্র হল সংস্কারের দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি
সাতক্ষীরা সরকারি কলেজের পরিত্যক্ত ছাত্র হলটি দ্রুত সংস্কারপূর্বক শিক্ষার্থীদের জন্য চালুর দাবিতে কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা।
বুধবার (২৩ জুলাই) দুপুরে কলেজ অধ্যক্ষের বরাবর এ স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল-মামুন, কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামসহ অন্য দায়িত্বশীলরা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাতক্ষীরা সরকারি কলেজ জেলার অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় প্রতিবছর জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়। তাদের একটি বড় অংশ দূরবর্তী এলাকা থেকে আগত হওয়ায় আবাসনের চাহিদা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে।
ছাত্রশিবিরের নেতারা অভিযোগ করেন, কলেজে একটি ছাত্র হল বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। যা শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের স্বপ্ন হলেও বর্তমানে অব্যবহৃত ও সংস্কারহীন অবস্থায় রয়েছে। ফলে শিক্ষার্থীরা ন্যায্য আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং উচ্চমূল্যের মেস বা বাসা ভাড়া করে থাকতে বাধ্য হচ্ছে, যা তাদের শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান
স্মারকলিপিতে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়। এগুলো হলো দ্রুত ছাত্র হলটি সংস্কার করে শিক্ষার্থীদের জন্য আবাসন চালু করা, সংস্কারকাজে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও প্রশাসনিক উদ্যোগ গ্রহণ ও হল পরিচালনায় নিরাপদ, সুষ্ঠু ও ছাত্রবান্ধব পরিবেশ নিশ্চিত করা।
এ বিষয়ে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষের মো. আবুল হাশেম বলেন, ‘ছাত্রদের স্মারকলিপিটি আমরা পেয়েছি এবং তাদের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি।’
ছাত্রশিবির নেতারা জানান, শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির বাস্তবায়ন হলে উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের ভোগান্তি হ্রাস পাবে এবং একটি ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে।