১৫ জুলাই ২০২৫, ১৬:২৯

যুবদল নেতা হত্যাকাণ্ডে জড়িয়ে সংবাদ, দৈনিক খুলনাঞ্চলকে লিগ্যাল নোটিশ ছাত্রশিবিরের

শিবিরের লোগো   © টিডিসি সম্পাদিত

যুবদল নেতা মাহবুব হত্যাকাণ্ডে ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে স্থানীয় দৈনিক খুলনাঞ্চল পত্রিকাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সংগঠনটি। সম্প্রতি পত্রিকাটির প্রথম ৪ পাতায় ‘যুবদল নেতা মাহবুব শিবিরের টার্গেট কিলিংয়ের শিকার’ শিরোনামে প্রতিবেদন ছাপানো হয়, যা নিয়ে ক্ষোভ জানিয়েছে ছাত্রশিবির।

এ ঘটনার প্রেক্ষিতে পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন বরাবর আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছে ছাত্রশিবির খুলনা মহানগর শাখা। রবিবার (১৪ জুলাই) মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন  তার আইনজীবী মনিরুল ইসলাম পান্নার মাধ্যমে এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটি কাল্পনিক, মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে ছাত্রশিবিরের সকল নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী মর্মাহত হয়েছেন। তথ্যপ্রমাণ ছাড়া সংবাদটি যেমন ছাত্রশিবিরের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তেমনি প্রকৃত অপরাধীদের আড়াল করছে।

নোটিশে আরও বলা হয়, ছাত্রশিবির কোনো হত্যাকাণ্ড কখনও সমর্থন করে না। এই হত্যাকাণ্ডের সঙ্গে ছাত্রশিবিরকে জড়ানো ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ। আগামী ৩ দিনের মধ্যে এই বিভ্রান্তিকর সংবাদের জন্য ক্ষমা চেয়ে অনুরূপ পেজ ও কলামে সংবাদ প্রকাশ করতে হবে।

হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়, অবিলম্বে স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।