১২ জুলাই ২০২৫, ০৯:১২

সাপ্লিমেন্টারি পরীক্ষা চান এসএসসিতে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের একটি অংশ

প্রতীকী  © সংগৃহীত

এসএসসি ও এইচএসসি ২০২৫ সালের পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একটি অংশ। এ দাবিতে আগামী সোমবার (১৪ জুলাই) ঢাকাসহ দেশের প্রতিটি বিভাগের শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এই কর্মসূচির আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, শুধুমাত্র এমসিকিউ (MCQ) অংশে ১-২ নম্বর কম থাকায় তাঁরা অকৃতকার্য হয়েছেন, যদিও রচনামূলক (CQ) অংশে তাঁদের নম্বর ৪০ থেকে ৫০-এর বেশি। ফলে এক বছরের জন্য তাঁরা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন।

শিক্ষার্থীদের দাবি, CQ ও MCQ আলাদা আলাদা পাসের নিয়মের কারণে এ বছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। তাঁরা মনে করছেন, এই নিয়ম মানবিক নয় এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে।

মানববন্ধন আহ্বানকারীরা বলছেন, যেসব শিক্ষার্থী তিন বিষয়ের মধ্যে ফেল করেছেন, তাঁদের জন্য আগামী ১-২ মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে, অধিকাংশই উত্তীর্ণ হবেন। এতে করে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়া ও সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবেন।