এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের তাৎক্ষণিক সংবর্ধনা ছাত্রশিবিরের
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে গাজীপুর মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা স্মারক ও ফুল তুলে দেন সংগঠনের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘নতুন প্রজন্মের মেধা ও মনন বিকাশে ছাত্রশিবির সবসময় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু পুস্তকগত বিদ্যায় নয়, নৈতিক ও মানবিক গুণেও বিকশিত হোক।’ বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হতে উদ্বুদ্ধ করেন এবং তাদের মেধাকে সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
এদিকে জয়পুরহাটেও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবিরের জেলা শাখা। জেলা সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি, শিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন গ্র্যাজুয়েট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান ও শিশু বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান মানিক, সাবেক জেলা সভাপতি অ্যাড. আসলাম হোসেন, শিবিরের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, অর্থ সম্পাদক তারেক হোসেন এবং ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।