গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ববিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’ শিরোনামের জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একে একে প্রজ্বালিত হয় মোমবাতি, আর শহীদ মিনার প্রাঙ্গণ আলোকিত হয় শ্রদ্ধা, স্মৃতি ও অঙ্গীকারে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা আরিফ হোসেন শান্ত। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই-আগস্ট আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক সংগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। দীর্ঘ ১৬ বছর ধরে ছাত্রদল ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে রাজপথে থেকে নেতৃত্ব দিয়ে এসেছে, যেখানে অসংখ্য নেতা-কর্মী গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।
এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম নেতা আজমাইন সাকিব বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্রদলের ১৫০ জনেরও বেশি নেতা-কর্মী শহীদ হয়েছেন। বিগত ১৬ বছরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে ৪০০-রও বেশি ছাত্রদল নেতা গুম ও হত্যার শিকার হয়েছেন। আজ আমরা লক্ষ্য করছি, একটি শ্রেণি এই আন্দোলনের কৃতিত্ব নিজেদের নামে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে—যেভাবে শেখ হাসিনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে নিজের নামে বিক্রি করার চেষ্টা করেছেন।