২৭ জুন ২০২৫, ১২:২৬

‘লাল মার্চ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

শরিফ ওসমান হাদী  © সংগৃহীত

জুলাই সনদ আদায়ে ‘লাল মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। মঙ্গলবার (১ জুলাই) শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। 

হাদী বলেন, ‘লাল মার্চ’-এ জুলাই শহীদ পরিবার ও আহতরা অংশ নেবে। দাবি আদায় না হলে আন্দোলন চলমান থাকবে।’

তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, এই সরকারকে প্রথম প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের।’ 

সদ্য ঘোষিত দুই সরকারি দিবস ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘৮ অগাস্ট নতুন বাংলাদেশ দিবস হতে দেওয়া হবে না। যদি হয় তাহলে ৮ আগস্ট জুলাই বেহাত দিবস পালন করা হবে।’

এ ছাড়া, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস না করে সেটি সর্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণার দাবিও তোলেন তিনি।