এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে সরকারি মহসীন ডিগ্রি কলেজ ছাত্রদলের স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্যসেবা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে পরীক্ষার্থীদের মধ্যে খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, কলম এবং মাস্ক বিতরণ করা হয়। একই সঙ্গে, পরীক্ষাকেন্দ্রে আসা অভিভাবকদের মাঝেও খাবার স্যালাইন, পানি ও মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক মাছুদ পারভেজ টোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ ফেরদাউস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাহিদ আহমেদ আকাশ, সহ-সভাপতি আবু সাঈদ, তামিম হাসান, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসানসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতারা জানান, ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে ছাত্রসমাজের কল্যাণে কাজ করাই তাদের মূল লক্ষ্য।