২৬ জুন ২০২৫, ২০:৪৭

আলিম পরীক্ষার্থীদের উপহার সামগ্রী দিলেন ছাত্রদল নেতা

আলিম পরীক্ষার্থীদের উপহার সামগ্রী  © টিডিসি

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল ছালেহিয়া আলিম মাদ্রাসায় ২০২৫ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ শেষে পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হাবিবুল বাশার। 

শনিবার অনুষ্ঠিত এই আয়োজনে মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ ছাড়াও কচুয়া উপজেলার স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাবিবুল বাশার চাঁদপুর-১ (কচুয়া) আসনের সম্ভাব্য নমিনেশনপ্রার্থীও।

হাবিবুল বাশার তার বক্তব্যে পরীক্ষার্থীদের আগামী পরীক্ষায় সফলতা কামনা করেন এবং পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।