২৫ জুন ২০২৫, ১১:৫০

ক্যাম্পাস সবুজায়নে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বৃক্ষ রোপণ করছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা  © টিডিসি

ক্যাম্পাস সবুজায়নের লক্ষ্যে মাসব্যাপী ‘বৃক্ষরোপণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে চারা বিতরণ শেষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চারা রোপণ করেন তারা।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আমিনুল ইসলাম ও অন্য নেতারা।

বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘একটি হলেও বৃক্ষ রোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’ স্লোগান সামনে রেখে জুন মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশের ইসলামী ছাত্রশিবির বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ৫১ একর ক্যাম্পাসকে সবুজায়ন করবার লক্ষ্যে আজ বৃক্ষ রোপন কর্মসূচি শুরু হয়েছে। পরিকল্পিতভাবে মাসব্যাপী কর্মসূচি পালন করা হবে, ইনশাল্লাহ।’

তিনি আরও বলেন, ‘পুরো ক্যাম্পাসকে আমরা পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব করে গড়ে তুলতে চাই। বিশ্ববিদ্যালয় এর পার্শ্ববর্তী স্কুল ও কলেজগুলোয় বৃক্ষ রোপণ অভিযান পালন করব, ইনশাল্লাহ।’