অস্ত্র হাতে ভাইরাল ছাত্রলীগ নেতার জামিনে মুক্তির পর ফের গ্রেফতার
ময়মনসিংহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনি জামিনে কারাগার থেকে বের হওয়ার পর ফের গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাশর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নওশেল আহমেদ অনির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি একটি মামলায় কারাগারে ছিলেন। রাত সোয়া ৮টার দিকে জামিনে কারাগার থেকে বের হলে কিছুক্ষণের মধ্যেই কারা এলাকা থেকে অন্য আরেকটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। তাকে শুক্রবার আদালতে পাঠানো হবে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, নওশেল আহমেদ অনি ছাত্রলীগ নেতা। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তিনি আত্মগোপনে চলে গেলে আবারও খোঁজাখুঁজি করা লাগতো। ফলে তাকে গ্রেফতার করা হয়েছে।
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নওশেল আহমেদ অনিকে পিস্তল হাতে মিছিলে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ভিডিও ভাইরাল হয়। গত ১৯ জুলাই সন্ধ্যায় নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্তর কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়।
আরও পড়ুন: আবু সাঈদ হত্যায় প্রতিবাদকারী শিক্ষককে আগস্টে হত্যা মামলায় গ্রেপ্তার!
এতে নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে রেদোয়ান হোসেন (২৪) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তিনি ফুলবাড়িীয়া কলেজের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০-২০০ জনকে আসামি করে মামলা করেন।
২৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে নওশেল আহমেদ অনিকে গ্রেফতার করে র্যাব। পরদিন সন্ধ্যায় তাকে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করে জেলা গোয়েন্দা পুলিশ।
বিচারক রওশন জাহান রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১ অক্টোবর দুপুরে ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে নওশেল আহমেদ অনিকে কারাগারে পাঠানো হয়।