ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে সংগঠনের একটি অংশ। বুধবার (১৮ জুন) দুপুরে শহরের চৌরঙ্গী এলাকায় ঢাকা–শরীয়তপুর সড়কে বসে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। এ নিয়ে টানা ১৫ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিক্ষুব্ধ পক্ষটি।
এ সময় সড়ক অবরোধের কারণে এক ঘণ্টার বেশি সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে যাত্রী ও চালকেরা চরম ভোগান্তির মুখে পড়েন। আন্দোলনকারীরা জানান, কমিটি বাতিলের দাবিতে তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর একটি খোলা চিঠি দিয়েছেন।
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘কমিটির আহ্বায়ক এইচ এম জাকির আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বাধীন বাস মালিক সমিতির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর এক ভাই শ্রমিক লীগের নেতা, আরেক ভাই যুবলীগের নেতা, ভাতিজা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নেতা।
তিনি আরো বলেন, ওই কমিটিতে ইলেকট্রিশিয়ান, জজ কোর্টের আইনজীবীর সহকারী ও অছাত্রদের রাখা হয়েছে। এমন কমিটি আমরা মানি না। কমিটি বাতিল না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’
সদর উপজেলার পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবির হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ছাত্রদলের একটি কর্মসূচি করার কারণে সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। কর্মসূচি শেষ হওয়ার পরে আমরা যানজট নিয়ন্ত্রণ করেছি। এ সময় পথচারীদের নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়েছে।’