বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত বাতিল করতে হবে
হাইকোর্টের আপিল বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। সোমবার (১৬ জুন) সংগঠনটির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাবিন আবতাহি ও সাধারণ সম্পাদক মারুফ হাসান এক যৌথ বিবৃতিতে এমন দাবি জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ১৩ জুন ২৫ হাইকোর্টের আপিল বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিট বাতিল করেছে। এর আগে সরকার একাধিকবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত নিলে তা শিক্ষার্থীদের প্রবল প্রতিরোধের মুখে পড়ে। শেষে হাইকোর্টের আদেশে তা স্থগিত হয়ে যায়। কিন্তু হাইকোর্টের আপিল বিভাগ সর্বশেষ কর আরোপের সিদ্ধান্ত বহালের যে রায় দিয়েছে তা অত্যন্ত দুঃখজনক।’
বিবৃতিতে নেতৃবৃন্দদ্বয় বলেন, ‘এ রায় সরাসরি শিক্ষার অধিকার এবং ছাত্রস্বার্থের সাথে সাংঘর্ষিক। এটি শিক্ষার বাণিজ্যিকীকরণকে আরো ত্বরান্বিত করবে। ছাত্র-জনতার বৈষম্যহীন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা এ রায় তার পরিপন্থি। এর মধ্য দিয়ে সরকার শিক্ষাকে পণ্য হিসেবে দেখানোর প্রক্রিয়া চূড়ান্ত করছে। আওয়ামী ফ্যাসিস্ট আমলের ছাত্রস্বার্থ বিরোধী একটি সিদ্ধান্তকে অভ্যুত্থান পরবর্তী সরকার বাস্তবায়ন করবে ছাত্রসমাজ এটা কিছুতেই মেনে নেবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুসারে, এসব প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা বিস্তারের কথা বলে গড়ে তোলা হয়েছে। তাহলে সেখানে কর আরোপের সিদ্ধান্ত আসে কীভাবে?’
তারা আরও বলেন, ‘যে ১৫ শতাংশ কর আদায় করা হবে এর প্রভাব সরাসরি শিক্ষার্থীদের উপর পড়বে না। কিন্তু বাস্তবতা হলো, এ করের টাকা বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকেই আদায় করবে। ফলে শিক্ষার খরচ আগের তুলনায় আরও বৃদ্ধি পাবে। এমনিতেই পর্যাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভাবে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তে বাধ্য হয়। নতুনভাবে কর আরোপ করলে মধ্যবিত্ত -নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানরাও উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ থেকে আরও বেশি বঞ্চিত হবে।’
বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষা মানুষের মৌলিক এবং মানবিক অধিকার। যখন এর ওপর কর আরোপ করা হয়, তখন এটা নিশ্চিত হয় সরকার মানুষকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে চায়। শিক্ষাকে আর দশটা বাণিজ্যিক পণ্যের মতই গণ্য করে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপের এহেন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
অবিলম্বে ১৫ শতাংশ কর আরোপের এ ছাত্রস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বাতিল করতে সরকারের প্রতি আহ্বান জানান। তা না হলে, এর বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীসহ সারাদেশের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বিবৃতিতে।