এবার আন্দোলনে যাচ্ছে এইচএসসি-২০২৫ পরীক্ষার্থীরা
এবার তিন দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের দাবি—পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া, বিগত ব্যাচের নিয়মে পরীক্ষা গ্রহণ এবং অকৃতকার্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা। এসব দাবির পক্ষে শিক্ষার্থীরা আগামীকাল বুধবার (৪ জুন) সকাল ১০টায় ঢাকার শাহবাগে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন।
সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থী তাসনিয়া স্বর্ণা বলেন, “আমরা যথেষ্ট সময় পাইনি প্রস্তুতির জন্য। দেশের রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, নিরাপত্তাহীনতা—সব মিলিয়ে অনেক শিক্ষার্থী কলেজে যেতে পারেনি। এখন পরীক্ষা এগিয়ে নেওয়া হচ্ছে এবং নতুন নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে, যা আমাদের মানসিকভাবে বিপর্যস্ত করছে।”
সিলেট সরকারি মদনমোহন কলেজের শিক্ষার্থী জুয়েল আহমেদ বলেন, “আমরা দীর্ঘ সময় দেশের উন্নয়নমূলক কাজে ব্যস্ত ছিলাম। সিলেটে জুন মাসে বন্যা ও ঝড় নিয়মিত ব্যাপার। এবারও বিদ্যুৎ সংকট, আবহাওয়ার অবনতি—এসব কারণে পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এখন পরীক্ষা হলে আমরা পুরো প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে পারবো না।”
শিক্ষার্থীদের তিন দফা দাবি:
১. পরীক্ষা দুই মাস পিছিয়ে দেওয়া — দুর্যোগ ও রাজনৈতিক অস্থিরতায় পড়ালেখা ব্যাহত হয়েছে, বিশেষত গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে।
২. বিগত ব্যাচের নিয়ম অনুসরণ — MCQ ও CQ উভয় অংশে পাস মার্ক বহাল রেখে পরীক্ষা গ্রহণ।
৩. অকৃতকার্যদের জন্য বিশেষ ব্যবস্থা — সম্পূরক পরীক্ষা ও গ্রেস নম্বর প্রদানের সুযোগ।
শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে এবং প্রয়োজনে কর্মসূচি আরও বিস্তৃত করা হবে।