৩০ মে ২০২৫, ১২:৪৫

ছাত্রশিবিরকে জড়িয়ে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ 

শিবিরের লোগো   © ফাইল ফটো

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মৌলভীবাজার জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীকে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও ছাত্রশিবিরকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং অপবাদ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির মৌলভীবাজার শহর শাখা। 

শুক্রবার (৩০ মে) এক যৌথ বিবৃতিতে মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ ও সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ এমন প্রতিবাদ জানান।  

বিবৃতিতে বলা হয়েছে, ‘গতকাল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একটি প্রেস বিজ্ঞপ্তি আমাদের দৃষ্টিগোচর হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে ছাত্র ফ্রন্ট নেতা বিশ্বজিৎ নন্দীকে শিবির কর্তৃক নির্যাতন ও হেনস্তা করা হয়েছে। আরো বলা হয়েছে রাতে মৌলভীবাজার শহরে বাসায় ফেরার সময় তাকে তুলে নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। শান্তিপ্রিয় মৌলভীবাজার শহরে ধরনের ঘটনা গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের জন্য অনভিপ্রেত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’ 

নেতৃবৃন্দ বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে, এই ঘটনাটির সঙ্গে ছাত্রশিবিরকে জড়িয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তাদের প্রেস বিজ্ঞপ্তিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়েছেন এবং অপবাদ দিয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। ঘৃণিতভাবে ছাত্রশিবিরকে সন্ত্রাসী ট্যাগ দেয়া হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, উক্ত ঘটনায় জড়িত কেউই বর্তমানে ছাত্রশিবিরের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত নন এবং ছাত্রশিবিরের কোন জনশক্তি সেখানে ছিলেন না। যে বা যারা এরকম কাজ করেছে তাদের কর্মকাণ্ডের দায় ছাত্রশিবিরের ওপর চাপানো যুক্তিসংগত নয়।’ 

নেতৃবৃন্দ আরও বলেন, ‘একটি আদর্শবাদী ও শান্তিপ্রিয় ছাত্রসংগঠন হিসেবে ছাত্রশিবির সুস্থ ও সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। একটি প্রগতিশীল ছাত্রসংগঠনের প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রশিবিরকে যেভাবে বিষেদাগার করা হয়েছে তা কখনোই কাম্য নয়। আমরা মনে করছি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বারবার ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে দেওয়ার প্রয়াস চালানো হচ্ছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ সংশ্লিষ্ট সকল মহলকে গুজব ও অপপ্রচার এবং অপবাদ দেয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’