২৯ মে ২০২৫, ২১:০৪

শিক্ষা উন্নয়নে ২০ দফা প্রস্তাবনা নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে মতবিনিময়

শিক্ষা উপদেষ্টার সঙ্গে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল  © টিডিসি

শিক্ষাখাতে প্রস্তাবিত বাজেটের ২০ শতাংশ এবং জিডিপির ৬ শতাংশ বরাদ্দসহ ২০ দফা দাবিতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার-এর সঙ্গে মতবিনিময় ও স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৩টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান শিক্ষাখাতে গবেষণাবান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবনা তুলে ধরেন।

সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, `শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং বিজ্ঞানভিত্তিক, কর্মমুখী এবং নৈতিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষা বাজেটে বরাদ্দ বাড়াতে হবে।'

তাঁরা জাতীয়, পাবলিক, প্রাইভেট, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও ল কলেজসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে মানোন্নয়ন ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ তৈরির ওপর জোর দেন।

এছাড়া আলিয়া মাদরাসাগুলোর অবকাঠামো উন্নয়ন, বেসরকারি মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ এবং কওমি মাদরাসার শিক্ষার্থীদের কর্মসংস্থান ও সনদের কার্যকর স্বীকৃতির দাবিও তোলা হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক ইউসুফ পিয়াস এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল আজিজ নোমান।

সংগঠনের পক্ষ থেকে উপস্থাপিত ২০ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- গবেষণাবান্ধব শিক্ষা বাজেট প্রদান, সকল শিক্ষার্থীর পড়াশোনার ব্যয় রাষ্ট্রের বহন, শিক্ষার সর্বস্তরে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা নিশ্চিত, কারিগরি শিক্ষায় ভর্তির হার ৩০ শতাংশে উন্নীতকরণ, নারী শিক্ষার্থীদের জন্য আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, কওমি ও আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের উন্নয়নে বরাদ্দ, প্রতিটি জেলায় মেডিকেল কলেজ স্থাপন, মুখস্ত নির্ভরতা পরিহার করে দক্ষতা-ভিত্তিক শিক্ষায় জোর দেওয়াসহ অন্যান্য। 

স্মারকলিপিতে এসব দাবির পাশাপাশি খাতভিত্তিক বাজেট বরাদ্দ ও প্রকল্প গ্রহণের সুপারিশ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো বার্তায় বলা হয়, দেশের শিক্ষাখাতে টেকসই উন্নয়ন এবং বাস্তবমুখী মানবসম্পদ গঠনে এসব দাবি বাস্তবায়ন জরুরি।