শিবিরের ইসলামী জ্ঞান প্রতিযোগিতায় পুরস্কার পেলেন খ্রিস্টান শিক্ষার্থী
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রশিবিরের ‘একুশ শতকের চ্যালেঞ্জ ও যুব মানস’ শীর্ষক বিশেষ সেমিনার এবং ‘আল কোরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা-২০২৫’ এর পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় এক খ্রিস্টান শিক্ষার্থীও পুরস্কার পেয়েছেন।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনপ্রবাসী লেখক, গবেষক ও একাডেমি-২১ এর চেয়ারম্যান জিয়াউল হক। এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এইচ এম সালাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শেষ পর্বে ‘আল-কুরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা-২৫’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছিলো ২৯ রমজান (৩১ মার্চ)।তিন গ্রুপে আয়োজিত এ প্রতিযোগিতায় ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অন্যান্য ধর্মাবলম্বীদের জন্যও প্রতিযোগিতার অংশগ্রহণের সুযোগ ছিল। বিজয়ীদের মধ্যে ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী পাভেল রোজারিও।
আরও পড়ুন: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তিতে নিষেধাজ্ঞা
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মেহেদী হাসান নাইম বলেন, ‘পবিত্র রমজানের বরকতময় মাসে আমরা আল-কুরআন ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা সফলভাবে আয়োজন করতে পেরেছি। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রী ও অন্যান্য ধর্মাবলম্বী অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আশা ও আত্মবিশ্বাসকে আরও বর্ধিত করেছে। তিনটি ক্যাটাগরিতে মেধা ও আন্তরিকতার ভিত্তিতে ২১ জন বিজয়ীকে আজ সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।’
তিনি বলেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ ও যুব মানস’ শীর্ষক মূল্যবান আলোচনায় স্বনামধন্য লেখক ও গবেষক জিয়াউল হক আমাদের আলোকিত করেছেন। তাঁর বাস্তবভিত্তিক ও যুগোপযোগী বক্তব্য তরুণদের মধ্যে চিন্তার জাগরণ সৃষ্টি করেছে। ছাত্রশিবির সবসময় বিশ্বাস করে, ইসলামী আদর্শে গড়ে ওঠা একদল আদর্শিক, দেশপ্রেমিক ও জ্ঞাননির্ভর ছাত্রসমাজই পারে এই জাতিকে কাঙ্ক্ষিত মুক্তির দিকে নিয়ে যেতে। আমরা ভবিষ্যতেও জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এমন সৃজনশীল ও অন্তর্ভুক্তিমূলক আয়োজন অব্যাহত রাখব।’