এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের ‘ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম’
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের জন্য বিশেষ ‘ইয়ুথ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ মঙ্গলবার (২০ মে) সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।
ফলাফল প্রকাশের পূর্ববর্তী সময়কে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের সহায়ক সময়ে পরিণত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সংগঠনটি। অনুষ্ঠানটির মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তি, ইংরেজি ভাষা এবং নৈতিক শিক্ষাসহ নানাবিধ দক্ষতা অর্জনের সুযোগ পাবে বলে আয়োজকরা জানিয়েছেন।
জানা গেছে, অনলাইনভিত্তিক এ কোর্সটি পরিচালিত হবে জুম প্ল্যাটফর্মে, যেখানে প্রতিদিন দুইটি ব্যাচে ক্লাস নেওয়া হবে—একটি সকাল ৭টা, অন্যটি রাত ৯টায়। রেজিস্ট্রেশন চলবে ২৪ মে পর্যন্ত, আর উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে ২৫ মে।
প্রোগ্রামের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে— প্রতিটি ব্যাচ থেকে পারফরম্যান্সের ভিত্তিতে সেরা তিনজনকে ল্যাপটপ উপহার, প্রথম ৫০ জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার ও কোর্স সফলভাবে সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
এতে অংশ নিতে হলে শিক্ষার্থীদের ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত ওয়েবসাইট (https://youthskill25.shibir.org.bd) থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অংশগ্রহণকারীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে, যেখানে পরবর্তী নির্দেশনা প্রদান করা হবে।
প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে বা যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৯৭৬৬৮৭৪৫৪) যোগাযোগ করা যাবে।