বাসচাপায় বিইউপি শিক্ষার্থী নিহত

শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র ইউনিয়নের সংহতি

বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার নিহতের পর রাজধানী ঢাকার নর্দ্দায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তার সহপাঠীরা। বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়েছেন জয়পুরহাট জেলা ছাত্র ইউনিয়নের আহবায়ক রিফাত আমিন রিয়ন এবং জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক রেজুয়ান আহমেদ।

মঙ্গলবার রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি থেকে আন্দোলনে সংহতি এবং শোকার্ত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন জেলা ছাত্র ইউনিয়ন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রতিনিয়ত রাস্তায় যে নৈরাজ্য চলছে তা মেনে নেওয়া যায় না। রাজধানীতে আজ ‘ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ’ চলছে এমন সময় এ মর্মান্তিক ঘটনা, ট্রাফিক ব্যবস্থার ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সড়কে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন। সড়কে শৃঙ্খলা ফেরানোর পরিবর্তে সড়কে যেনো মৃত্যুর মিছিল চলছে। এর জন্য দায়ী অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, সড়কে চালকদের মধ্যে নোংরা এক প্রতিযোগিতা। এই হত্যাকাণ্ডকে সরকার দূর্ঘটনা বলে বারবার দায় এড়াতে পারে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে সড়কের বিশৃঙ্খলা প্রতিরোধে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সময় উত্থাপিত দাবিসমূহ মেনে নিয়ে তা বাস্তবায়ন করা না হলে, সড়কে গাড়ি চাপায় মানুষ হত্যায় দায়ি চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে, দেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আবারও নিরাপদ সড়কের দাবিতে এবং যোগাযোগমন্ত্রীর পদত্যাগের দাবিতে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

উলেখ, মঙ্গলবার সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী বসুন্ধরা আবাসিক এলাকার গেইটে সুপ্রভাত কোম্পানির একটি বাসের চাপায় নিহত হন। তার মৃত্যুর খবর পেয়ে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করে দোষী চালকের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।


সর্বশেষ সংবাদ