জবির আন্দোলনে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে অনুরোধ ইনকিলাব মঞ্চের হাদীর
আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের উদ্দেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ উসমান হাদী বলেন, ‘ছাত্রদল হোন, ছাত্রশিবির হোন, ছাত্র অধিকার, ছাত্র ইউনিয়ন কিংবা বাগছাস—যেই দলই হোন না কেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না।’
আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে জবি শিক্ষার্থীদের তিন দফা দাবি আদায়ের আন্দোলনে সংহতি জানাতে এসে এসব কথা বলেন উসমান হাদী।
তিনি বলেন, ‘কথার জবাব আমরা কথা দিয়েই দেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় মহানুভবতার পরিচয় দিয়েছে। শিক্ষকরা আনুষ্ঠানিকভাবে মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপের ঘটনায় বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আমাদের বাবার মতো শিক্ষকদের গতকাল রাষ্ট্রীয় পেটুয়া বাহিনী যে আক্রমণ করেছে, সেই ঘটনায় সরকার কি দুঃখ প্রকাশ করেছে? একপাক্ষিক মহানুভবতা ভালো জিনিস নয়।’
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ‘আমরা দেখেছি, প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্রশিবির এবং অন্যান্য সংগঠনগুলোর মধ্যে ঝগড়াঝাঁটি আছে। কিন্তু গতকালের ঘটনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো, যারা জগন্নাথের ক্যাম্পাসে রাজনীতি করে, তারা জগন্নাথের স্বার্থে একসাথে দাঁড়িয়েছে। আপনারা যেই দলেই হোন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না।’
তিনি আরও বলেন, ‘চার মাস আগে আমরা ঠিক এখানেই আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছিলাম। তখন প্রধান উপদেষ্টার একজন বিশেষ সচিব এসেছিলেন দেখা করতে। আমি আপনাদের বলছি, জগন্নাথে হল ব্যবস্থা না হলে, ওই পরিমাণ বিল্ডিং ভাড়া নিয়ে আমার ভাইদের আবাসনের ব্যবস্থা করতে হবে।’