জবি শিক্ষার্থীরা প্রতারণার শিকার: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষার নামে প্রতারণার শিকার হয়ে আসছে। শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো বারবার উপেক্ষিত হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আজ বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে তিনি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান হলেও এর শিক্ষার্থীরা ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বরাবরই বঞ্চিত। বারবার আশ্বাস দেওয়া হলেও দাবিগুলোর বাস্তবায়ন হয় না।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্ট থেকে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে দাবি জানালেও সরকার সে দাবিগুলোকে আমলে নিচ্ছে না। বরং শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা চালানো হয়েছে, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। এসব হামলার সুষ্ঠু বিচার হওয়া উচিত।’
শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের নিন্দা জানিয়ে তিনি বলেন, “একটি সরকার যদি শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সে সরকার কখনোই টিকে থাকতে পারে না। যারা অতি উৎসাহে আন্দোলন দমন করতে চায়, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।”
শিক্ষার্থী হিসেবে নিজের পরিচয় দিয়ে তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে আমি মনে করি, এই ন্যায্য দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”