১১ মে ২০২৫, ০৮:৫১

ব্যক্তি ও দলের বিচারের জন্য ভিন্ন ট্রাইব্যুনাল চায় ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চ  © সংগৃহীত

ব্যক্তি ও দলের বিচারের জন্য ভিন্ন ট্রাইব্যুনালের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী বলেন, ‌‌‘দুটো ট্রাইব্যুনাল হবে। প্রথম ট্রাইব্যুনাল শুধু ব্যক্তির বিচার করবে। যত ব্যক্তি গণহত্যা করেছে জুলাই, শাপলা এবং পিলখানায়। দ্বিতীয় ট্রাইব্যুনাল দলের বিচার করবে। এটা আমাদের দলের প্রস্তাবনা।’

আজ রবিবার (১১ মে ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তিনি।

শরীফ ওসমান হাদী বলেন বলেন, ‘প্রস্তাবনা না। মানতেই হবে। ট্রাইব্যুনাল ব্যক্তির বিচার করবে। আবার ট্রাইব্যুনাল দুই দলের বিচার করবে। এটা আমরা দেখতে চাই।’ 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ‘সরকার বলেছে এখন আরো একটা ট্রাইব্যুনাল গঠিত হবে। ট্রাইব্যুনাল কি করছে? কোন কোন বিচারক এখানে পদায়িত হয়েছে? তার পূর্ব পুরুষ আওয়ামী লীগ কি না এটা কিন্তু খেয়াল রাখা হবে। সুতরাং অতিদ্রুত দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ শুরু করতে হবে। এই ট্রাইব্যুনালের কাজ শুরু করতে হবে।’