ডাকসু নির্বাচনে সর্বকনিষ্ঠ ভিপি প্রার্থী তিতুমীর!

তিতু মোল্লা তিতুমীর
তিতু মোল্লা তিতুমীর  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বকনিষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মুহাম্মদ তিতু মোল্লা তিতুমীর। মাত্র ১৯ বছর বয়সী তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক এ শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভিপি পদে লড়বেন বলে জানা গেছে।

তিতুমীর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় আজ হাজারো সমস্যায় জর্জরিত। ঢাবির এ করুণ অবস্থা দেখে আমি বসে থাকতে পারিনা। তাই ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি নির্বাচিত হলে কি করবেন জানতে চাইলে বলেন, ‘আমি নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়ের আবাসন সঙ্কট নিরসন, সান্ধ্যকালীন কোর্স বন্ধ, ডিজিটাল লাইব্রেরি, ক্যাম্পাসে ফ্রী ইন্টারনেট সেবা, স্মার্ট আইডি কার্ডসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পূরণে কাজ করবো।’ এছাড়া শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে নিয়োজিত হবেন বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ