০৮ মে ২০২৫, ২০:১৮

ছাত্রদলের উদ্যোগে ঢাবির জিয়া হলের মসজিদে পাঠাগার স্থাপন

ইসলামী পাঠাগার চালু  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে (জিয়া হল) ছাত্রদলের নেতা সামির সাদিকের নেতৃত্বে হলের মসজিদে একটি ইসলামী পাঠাগার চালু করা হয়েছে। বুধবার (৭ মে) এশার নামাজের পর আনুষ্ঠানিকভাবে এই পাঠাগারের উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া হল ছাত্রদলের সভাপতি প্রার্থী সামির সাদিকসহ হলের আবাসিক শিক্ষার্থী আসিফ ইমাম, হাদিউজ্জামান শাহী, কাউছার আহমেদ, মো. মাহবুব আলম মিরাজ, মেহরাজ মীর, এস এম শাহেদ ইমন, মো. নাইমুল আবরার ও মেহেদী হাসান মিথুন।

এ বিষয়ে ছাত্রদলের নেতা সামির সাদিক বলেন, এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ইসলামী মূল্যবোধ চর্চা ও ধর্মীয় জ্ঞানের পরিধি বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছি।