০৮ মে ২০২৫, ১৮:০৯

গরমে শিক্ষার্থীদের জন্য সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা চেয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদের স্মারকলিপি

স্মারকলিপি প্রদান  © টিডিসি ফটো

তীব্র গরমে শিক্ষার্থীদের জন্য সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা করার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (৮ মে) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দেয় তারা। স্মারকলিপিতে সংগঠনের পক্ষ থেকে ক্যাম্পাসের প্রতিটা হল, একাডেমিক ভবন এবং লাইব্রেরিতে সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা করার দাবি জানায় তারা। 

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, বর্তমানে চলমান গরমের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমন গরমে ক্যাম্পাসে ঠান্ডা পানির প্রাপ্যতা একেবারে নেই। গরমের তীব্রতায় শিক্ষার্থীদের মধ্যে ঠান্ডা পানির চাহিদা পরিলক্ষিত হয়েছে। শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনায় ক্যাম্পাসের প্রতিটা হল, একাডেমিক ভবন এবং লাইব্রেরিতে সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা করার তাগিদে আজকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

আহ্বায়ক বলেন, স্যারের সাথে আলোচনার প্রেক্ষিতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ফান্ডে পর্যাপ্ত পরিমাণ বাজেট নেই, সেই প্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ফিল্টারের ব্যবস্থা করবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। ইতোমধ্যে দলের পক্ষ থেকে ভিশন-এর ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে কথা বলেছে তারা। 

আরো পড়ুন: কুয়েটের ঢেউ এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে, বিদায় ঘণ্টা বাজছে ভিসি শুচিতা শরমিনের?

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে ইতিবাচক সাড়া দেয়ার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ স্যারের সঙ্গে আলোচনা করেছি। উনারা আমাদেরকে দুই পক্ষের মধ্যকার বৈঠকের উদ্যোগ নিতে বলেছেন। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে ভিশন থেকে আমরা জহু হল এবং লেদার ইনস্টিটিউটের জন্য ৭ টা ফিল্টারের ব্যবস্থা করেছি। এই ফিল্টারের বিশেষত্ব হচ্ছে- একইসাথে ঠান্ডা, গরম এবং নরমাল পানির ব্যবস্থা আছে।