ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: ওবায়দুল কাদের
ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অতীতে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ছিল হলগুলোতে। এবারও ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলেই হবে। এ নিয়ে বিতর্কের কিছু নেই। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিক্ষার্থীরা অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।’
শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কোটা ও নিরাপদ সড়ক আন্দোলন দেখেছি। তবে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে দেশ উতপ্ত হওয়ার মত আন্দোলন হবে না। কারণ গঠনতন্ত্র মেনেই নির্বাচন হবে। ডাকসুতে ভোট বাদে কেউ আন্দোলন করবে বলে আমি মনে কনি না। কারণ বহুদিন পর সবাই ভোট দেওয়ার জন্য উদগ্রিব আগ্রহে দিন গুনছে। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচনে ভোট হবে। ডাকসুসহ সকল ছাত্র সংসদ নির্বাচন হলে দেশের গণতন্ত্র উন্নত হবে।
হলে ভোটকেন্দ্র নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘অতীতে ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র ছিল হলগুলোতে। এ নিয়ে বিতর্কের কিছু নেই। ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’