দিনাজপুরে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

দিনাজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাসহ নাশকতাকারী এবং নাশকতার পরিকল্পনাকারী মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বীরগঞ্জ পৌর সাবেক সভাপতি মনায়েম হোসেন মিয়াকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
আজ শুক্রবার (২১ মার্চ) বেলা ২টার দিকে পৌর শহরের সাব রেজিস্ট্রি অফিস সংলগ্ন গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশের আইসিটি ও মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত মনায়েম হোসেন মিয়া (৩০) বীরগঞ্জ পৌরসভার সুজালপুর ঈদগা মাঠ এলাকার ওয়াসেক মিয়ার ছেলে।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনতার উপর হামলা সহ নাশকতাকারী এবং নাশকতার পরিকল্পনাকারী আসামিদের গ্রেফতারের লক্ষ্যে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে, এসময় সাবেক বীরগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনায়েম হোসেন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।