০৮ মার্চ ২০২৫, ২২:০৮
ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক হলেন নাজমুচ্ছাকিব
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-দপ্তর হিসেবে মো. নাজমুচ্ছাকিবকে নিযুক্ত করেছে বিএনপি। শনিবার (০৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) হিসেবে আপনাকে (নাজমুচ্ছাকিব) মনোনীত করা হয়েছে। এখন থেকে আপনি (নাজমুচ্ছাকিব) আপনার মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দলকে সামনের দিকে আরো শক্তিশালী ও সুসংগঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
উল্লেখ্য, নাজমুচ্ছাকিব এর আগে ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। তার আগে সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন ।