২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৬

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ২৮ ফেব্রুয়ারি: সারজিস আলম

সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

আগামী ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার ) বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হবে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রুপায়ন টাওয়ারের এক জরুরি সংবাদ সম্মেলন এ তথ্য জানান জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠন সারজিস আলম।

তিনি বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে নবদিগন্ত ও নব সূচনা শুরু হবে এই নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের মাধ্যমে। এতে দেশের জনসাধারণের প্রতিফলন থাকবে বলে আমরা মনে করি।

সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। সবচেয়ে বড় অনুধাবনটি হচ্ছে সেই ৫ আগস্ট নতুন বাংলাদেশের আমরা যে স্বপ্নগুলো দেখেছি এই জুলাই স্পিরিটকে সামনে রেখে। নতুন বাংলাদেশ যে জায়গায় কল্পনা করেছি, তা একটা দীর্ঘ লড়াই। হাজারো শহীদের জীবনের উপরে, অর্থাৎ লাখো ভাই-বোনের রক্তের ওপর দাঁড়িয়ে যে বাংলাদেশ‌, আগামী প্রজন্মকে সেই বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। 

এসময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আকতার হোসেন বলেন, নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের আগে আমরা জনমত জরিপ ক্যাম্পেইন করেছি। সেখানে সারাদেশের দুই লাখ মানুষ পরামর্শ দিয়েছেন। এসময় তিনি এসব জরিপের ফলাফল তুলে ধরেছেন।