০৯ জানুয়ারি ২০১৯, ১৩:০৫

মনিরুজ্জামন বাদল হত্যার বিচার দাবি করল ছাত্রলীগ নেতারা

ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা মনিরুজ্জামন বাদলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করছেন।  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদল হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছে ছাত্রলীগের সাবেক নেতারা। আজ বুধবার মনিরুজ্জামান বাদলের ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাবি ছাত্রলীগের আয়োজনে তার প্রতৃকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ দাবি জানান তারা।

ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক নেতা বদিউজ্জামান সোহাগ, সিদ্দিকী নাজমুল আলম, সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, মোতাহার হোসেন প্রিন্সসহ ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ আরও অনেকে।

ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামন সোহাগ বলেন, মনিরুজ্জামান বাদল বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছিলেন। ছাত্রলীগের দু:সময়ে যারা অসাধারণ ভূমিকা রেখেছে তাদের মধ্যে তিনি অন্যতম। আজকের এদিনে তার কর্মময় জীবন থেকে আমাদের সবাইকে শিক্ষা নিতে হবে। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

আরেক সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘বাদল ভাইয়ের মৃত্যুর বিচার শুধু বক্তব্যের মাধ্যমে চাইলে হবে না। এ হত্যার বিচার হতেই হবে। পাশাপাশি তার আদর্শকে বাস্তাবায়নে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে।’

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘মনিরুজ্জামন বাদল ছাত্রলীগের এক নক্ষত্র ছিলেন। প্রতিবছরই আমরা এখানে বাদল ভাইয়ের স্মৃতিচারণ করি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’

বর্তমান সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘আমি একজন শহীদ পরিবারের সন্তান। স্বাধীনতা পরবর্তী বিভিন্ন সময়ে এদেশে দু:শাসনের সূত্রপাত হয়। এজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের জীবন দিতে হয়েছে। আমরা মনিরুজ্জামান বাদলসহ এসব ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।’

ঢাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, ‘মনিরুজ্জামান বাদলের খুনিরা আজকে দেশে বুক ফুলিয়ে হাঁটছে। একইভাবে সারাদেশে বিভিন্নভাবে ছাত্রলীগের নেতাকর্মীরা খুনের শিকার হচ্ছে। আমরা নেশরত্ন শেখ হাসিনার কাছে এসব ঘটনার বিচার চাইব।’

ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘শহীদ মনিরুজ্জামান ছাত্রলীগের আদর্শের জন্য রক্ত দিয়ে গেছেন। আজকের এ দিনে আমরা তার হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করছি।’

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘শহীদ মনিরুজ্জামন বাদলের প্রতি আমাদের রক্তের ঋণ রয়েছে। এ জন্য প্রতিবছরের মত এবারও ঢাবি ছাত্রলীগ তার শাহাদাতবার্ষিকী স্মরণে এ আয়োজন করেছে।’

প্রসঙ্গত, ১৯৯২সালের ৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান বাদল ঢাকায় আততায়ির গুলিতে নিহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সামনে তাকে গুলি করা হয়।