শোকজের জবাব দিতে বহর নিয়ে গেলেন জবি ছাত্রদলের দুই নেতা

নেতা-কর্মীদের নিয়ে নোটিশের জবাব দিতে দুই ছাত্রনেতা
নেতা-কর্মীদের নিয়ে নোটিশের জবাব দিতে দুই ছাত্রনেতা  © টিডিসি ফটো

কেন্দ্রীয় সংসদের ডাকা মিটিং-এ উপস্থিত না থাকার কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে পার্টি অফিসে যান দুই ছাত্রনেতা সুমন সর্দার ও মো. মোস্তাফিজুর রহমান রুমি। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে শোকজের জবাব দিতে যান তারা।  

এ বিষয়ে রুমি বলেন, আমি ঢাকার বাইরে থাকায় মিটিংয়ে উপস্থিত হতে পারিনি। এ কারণেই আমাকে শোকজ করা হয়েছে। আমি এর জবাব দিতে আমার নেতাকর্মী ও অনুসারীদের সঙ্গে কেন্দ্রে গিয়েছিলাম। দলকে ভালোবেসে ১৫ বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। 

তিনি আরো বলেন, কিন্তু এভাবে একটি ছোট বিষয়কে কেন্দ্র করে শোকজ করা আমাকে মর্মাহত করেছে। বিষয়টি আমাকে ভিন্নভাবে জানানো যেত। এটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তবে, গণতান্ত্রিক ও শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস গড়তে আমি শত বাধা উপেক্ষা করেই এগিয়ে যাব। 

সুমন সর্দার বলেন, ফর্ম বিতরণ কর্মসূচি নিয়ে কেন্দ্রে একটি মিটিং ডাকা হয়েছিল। আমি অসুস্থ ছিলাম, আর রুমি ঢাকার বাইরে থাকায় আমরা মিটিংয়ে উপস্থিত হতে পারিনি। তবে আজ কেন্দ্রীয় নেতারা আমাদের বিষয়টি সহজভাবে নিতে বলেছেন। 

শোকজ নোটিশের ভাষা নিয়ে তিনি বলেন, যারা সত্যিকারের বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের জন্য যে ভাষা ব্যবহার করা হয়, তা যৌক্তিক কারণ থাকলেও একইভাবে প্রয়োগ করা হয়। আমি মনে করি, নীতিনির্ধারণী পর্যায়ে কিছুটা পরিবর্তন আনা উচিত।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের পক্ষ থেকে সুমন সর্দার ও মো. মোস্তাফিজুর রহমান রুমিকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। 

এতে বলা হয়, কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা দিতে হবে।  


সর্বশেষ সংবাদ