১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৭
আরও ৯১ জনের নতুন পদ, তিতুমীর ছাত্রদলের কমিটি এখন ৪৮৯ সদস্য বিশিষ্ট

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটির সংখ্যা ফের বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দলটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন করেন।
বর্ধিত কমিটিতে নতুন করে ২০ জনকে যুগ্ম-আহ্বায়ক ও ৭১ জনকে সদস্য করা হয়েছে।
এর আগে পূর্ণাঙ্গ কমিটিতে ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে ৩৯৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল। সবমিলিয়ে ৪৮৯ সদস্য বিশিষ্ট কমিটি হলো এই শিক্ষাপ্রতিষ্ঠানে।