বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন সেল গঠন

সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে ‘সাংস্কৃতিক সেল’ গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল যৌথভাবে এ সেলের অনুমোদন দেন। নতুন এই সাংস্কৃতিক সেলে ২৪ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। এ সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সালাউদ্দিন জামিল সৌরভকে।
সেলের সদস্য হিসেবে আরও রয়েছেন রাদমান হোসেন অনুপ, ঐতিহ্য আনোয়ার ওহী, উচথোয়াই মারমা, মো. সাইফুল্লাহ, শাকিবুল হাসান, মেহেরুন মিম, সাদিয়া ইয়াসমিন ঐতিহ্য, ফারহানা ইয়াসমিন, দেশ রহমান সাজিদ, রাঈদ হোসেন, রেজোয়ানা এ্যলমি সামিয়া, জান্নাতুল ফেরদৌস জুসি, তাহমিদ শাহরিয়ার, মারুফ হোসেন প্রান্ত, রিয়াজুর রহমান, আবির মোহাম্মদ মইন উদ্দীন, মো. আবীর হাসান আনন্দ, নুসরাত জাহান ফাতেমা, মো. জাহিদুল ইসলাম, সানাউল্লাহ, মো. মোবাসশিরুজ্জামান, সুমাইয়া বিনতে সাঈদ, সায়েফ নূর মিতুল।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

যুক্তরাষ্ট্রে ভয়ংকর মাদক পাচারে অভিযুক্ত ভারতীয় কোম্পানি

আমাদের বলা হয়েছিল তামিম আর বেঁচে নেই: আকরাম

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার

লক্ষ্যে স্থির থেকে ফুল-ফান্ডেড স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যেভাবে পেলেন মাদ্রাসাপড়ুয়া রাশিদুল
