সরকারকে আলটিমেটাম দিলেন সারজিস আলম
গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিতে সরকারকে হামলাকারীদের গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছেন সমন্বয়ক সারজিস আলম।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং ইন্টেলিজেন্স যদি আজ (শনিবার) রাতের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করতে পারে, তাহলে আমাদের তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, এই অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই-আগস্টে বাংলাদেশে যে দুই-তিনটি জেলা রণক্ষেত্র হয়েছিল, যে দুই-তিনটি জেলার ছাত্র-জনতা বুক পেতে দিয়ে, রক্ত দিয়ে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে; সেই জেলাগুলোর মধ্যে একটি গাজীপুর। এই অভ্যুত্থানের যারা সহযোদ্ধা, তারা তখনও বুক পেতে দিয়েছিল, এখনও জীবন দিতে প্রস্তুত।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কিন্তু ওই খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি গাজীপুরে আবার উৎপাত করতে চায়, তাহলে এই ছাত্র-জনতা তাদের আর ছাড় দেবে না। গতকাল (শুক্রবার) আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে, জীবননাশের হুমকি দিয়েছে। যে ছাত্র-জনতা রক্ত আর জীবন দিয়ে আপনাদের সরকারে বসিয়েছে, তাদের জীবনের নিরাপত্তা কে দেবে?’