থানায় হামলার ঘটনায় ছাত্রদলের আরও ২ নেতাকে বহিষ্কার
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এ ঘটনায় ছাত্রদল নেতা মিথুনকে ছাড়াতে নিউ মার্কেট থানা পুলিশের ওপর হামলা চালিয়েছে তার সমর্থকরা। এতে নিউ মার্কেট জোনের এসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা মহানগর পূর্ব শাখার অধীনস্থ কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বিল্লাল ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্মা আহবায়ক মোঃ মুস্তাক আহাম্মাদ চঞ্চলকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার ( ২৮ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, শৃঙ্খলা ভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর পূর্ব শাখার অধীনস্থ কলাবাগান থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান বিল্লাল ও ধানমন্ডি থানা ছাত্রদলের যুগ্মা আহবায়ক মোঃ মুস্তাক আহাম্মাদ চঞ্চলকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অধিকতর তদন্তপূর্বক স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এর আগে গত শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে রাজধানীর নিউমার্কেট থানার সামনে পুলিশের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিলেন। নিউমার্কেট থানার সামনে থেকে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) মোহাম্মদ হোসাইন ওরফে মিথুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ও পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে মামলাটি করেন।
ওই মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩০-৩৫ জনকে। সেখানে তরিকুল নামের এক যুবদল নেতার নামও রয়েছে। এর বাইরে বাবু নামের আরও একজনের নাম এসেছে। তবে বাবুর পরিচয় জানা যায়নি।
তা ছাড়া এ ঘটনায় ছাত্রদল মোহাম্মদ হোসাইনের সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রিয়াজুল হাসান ওরফে রাসেলকে সাময়িক বহিষ্কার করেছে।