১৭ জানুয়ারি ২০২৫, ১১:০৯

ঢাকা আলিয়া ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ফাহিম, সেক্রেটারি গালিব

মো. আজিজুল হক ফাহিম ও আব্দুল্লাহ আল গালিব  © সংগৃহীত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া শাখার সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মাদরাসার ছাত্র মিলনায়তনে শাখা বিদায়ী সভাপতি মুহাম্মাদ কামরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানাত আবদুল্লাহ’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মো. রশীদ আহমাদ রায়হান। 

সম্মেলনে শেয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার ইসলামী ছাত্র আন্দোলনের ২০২৫ সেশনের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. আজিজুল হক ফাহিম। সেক্রেটারি নির্বাচিত হন একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল গালিব।

আরো পড়ুন: মাভাবিপ্রবিতে এক পক্ষ চায় ছাত্র সংসদ নির্বাচন, আরেক পক্ষ সংস্কার

আজিজুল হক ফাহিম বলেন ,ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠানলগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের সাথেই থাকবে। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন সব সময় ছিল, সামনেও থাকবে।