০৭ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫
রাজশাহী মহানগর শিবির সভাপতি শামীম, সেক্রেটারি ইমরান
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে শামীম হোসেন সভাপতি ও ইমরান নাজির সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুরে সংগঠনের নিজস্ব ওয়েলফেয়ারে অনুষ্ঠিত সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এছাড়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, স্কুল সম্পাদক সিদ্দিক হোসেন, এইচ আর এম সম্পাদক সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা যায়, মঙ্গলবার সকাল থেকে মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সমাবেশ শুরু হয়। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫ সেশনের সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়। এদিন দুপুরে আনুষ্ঠানিক ঘোষণা দেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। নতুন নেতৃবৃন্দ পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।