০৩ জানুয়ারি ২০২৫, ১১:৫৬

জাবি শিবিরের সভাপতি মুহিব, সেক্রেটারি মোস্তাফিজ

হিবুর রহমান মুহিব ও মোস্তাফিজুর রহমান  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হয়েছেন হিবুর রহমান মুহিব ও সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় ছাত্রশিবির জাবি শাখার সদস্যদের উপস্থিতিতে সদস্য সমাবেশে এই কমিটি ঘোষণা করা হয়। 

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবাগাতুল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সদ্য সাবেক সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।