৩১ ডিসেম্বর নিয়ে নাগরিক কমিটি— ‘আমাদের সিদ্ধান্ত দ্রুতই জানাচ্ছি’
আগামীকাল ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এই দিন বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এ ঘোষণাপত্র দেবে তারা।
তবে অনুষ্ঠান ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়িয়েছে। কেউ কেউ দাবি করছেন, প্রোগ্রামটি বাতিল হতে পারে। এ প্রসঙ্গে সোমবার রাত ১০টা ৫ মিনিটে জাতীয় নাগরিক কমিটির নিজস্ব ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে।
স্ট্যাটসে বলা হয়, ‘আমরা আমাদের সিদ্ধান্ত দ্রুতই জানাচ্ছি’। যদিও এর আগের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক স্ট্যাটাসে বলেন, ‘প্রোগ্রাম স্থগিতের সিদ্ধান্ত হয়নি।’
জানা যায়, জুলাই বিপ্লবের ‘ঘোষণাপত্র’ ঘিরে অন্তত দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।