বিভেদ ভুলে এক হচ্ছে গণ অধিকার পরিষদের দুই গ্রুপ
নেতৃত্বের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়েছিল কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। এবার নিজেদের মধ্যে বিভেদ ভুলে সময়ের প্রয়োজনে ঐক্যবদ্ধ হচ্ছে তারা। জানা গেছে, ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ এবং নুরুল-রাশেদ নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের মিল হচ্ছে। সোমবার (৩০ ডিসেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন দুই গ্রুপের একাধিক নেতা।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ আমাদের সাথে মিলিত হচ্ছে। তার দলের নেতাকর্মীদের নিয়ে। আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করবো।
বিষয়টি নিশ্চিত করে ফারুক হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, গণ অধিকার পরিষদের দু’গ্রুপ ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা আবারও পূর্বের মত একসঙ্গে কাজ করবো।
এর আগে, ২০২৩ সালে দুই দিনে তিনজন নেতাকে অব্যাহতির ঘটনায় দলের কর্তৃত্ব নিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হক নুরের মধ্যে দ্বন্দ্ব ও মতবিরোধ পাল্টাপাল্টি অব্যাহতির ঘটনায় কার্যত ভেঙে গিয়েছিল গণ অধিকার পরিষদ।
গণ অধিকার পরিষদের আরেক নেতা আবদুজ জাহের দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা বিবেদ ভুলে একসাথে কাজ করবো সবাই। তাই দু’গ্রুপ আবারও ঐক্যবদ্ধ হয়েছি। তিনি আরও জানান ২০১৮ সাল থেকে আন্দোলন করা সকলে একসাথে আবারও ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও সমৃদ্ধ করতে চাই।
যদিও গণ অধিকার পরিষদের শুরু থেকে আন্দোলন করা সংগঠনটির প্রতিষ্ঠাতা যুগ্ম সদস্যসচিব তারেক রহমান এবং মশিউর জামান দলের সঙ্গে এক হচ্ছে না।
উল্লেখ্য, ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলন করে পরিচিতি পাওয়া নুরুল হক ছাত্র অধিকার পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে নুরুল হক ও তার সমমনা ব্যক্তিরা ২০২১ সালের অক্টোবরে গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। দলের আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছিলেন রেজা কিবরিয়া।