২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৫

জুলাই গণঅভ্যুত্থানে নিখোঁজ বুয়েটের সাবেক কর্মচারী নুর ইসলামকে খুঁজছে পরিবার

নুর ইসলাম  © টিডিসি ফটো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে নিখোঁজ হয়েছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) লাইব্রেরিয়ান নুর ইসলাম (৫৫)। গত জুলাই মাস থেকে তার কোনো সন্ধান পাচ্ছেন না পরিবারের সদস্যরা। তিনি বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানে না তারা।

জানা গেছে, নুর ইসলাম নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পরিবারের ভাষ্য, তিনি বুয়েট ক্যাম্পাসে লাইব্রেরিয়ানের দায়িত্বে নিয়োজিত ছিলেন। পাঁচ বছর আগে তিনি অবসর নেন। এরপর ঢাকা মেডিকেল কলেজের দিকে সময় কাটাতেন। জুলাই মাসের শেষদিকে সর্বশেষ শহীদ মিনারে দেখা গিয়েছিল তাকে।

নুরের ছোট বোন মনোয়ারা খানম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা ভাইকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি। আমি এ বিশ্ববিদ্যালয়ে খোঁজাখুঁজি করছি। বিভিন্ন মেডিকেলে গিয়েও খুঁজেছি। রোগীদের জিজ্ঞাসা করেছি, কিন্তু সন্ধান পাইনি। আমি দেশবাসী ও আন্দোলনের ভাইদের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন আমার ভাইকে খুঁজে এনে দেন।