১১ বছর পর দেশে ফিরলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ও জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘ ১১ বছর পর দেশে ফিরছেন। এর আগে তারই এক সময়ের জুনিয়র অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দেশে ফিরবেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।
দেশে এস পৌছলে ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে এবি পার্টির ফুলেল শুভেচ্ছা জানান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি'র সিনিয়র সহকারী সদস্য সচিব এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন ও সহকারী সদস্য সচিব ব্যারিস্টার সানী আব্দুল হক। দলটির সাবেক প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে আসেন।
এর আগে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হওয়ার পর জামায়াতে ইসলামীর নেতাদের পক্ষে আইনজীবী প্যানেলের প্রধান হিসেবে কাজ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাত ১২টায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার ৫ দিন পর ২০১৩ সালের ১৭ ডিসেম্বর দেশত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এরপর দীর্ঘ ১১ বছর ধরে বিদেশে ছিলেন তিনি।
বিদেশে থাকাকালীন তিনি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন এবং আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) প্রধান উপদেষ্টা হিসেবে যোগদান করেন। চলতি বছরের ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন তিনি।