২৫ ডিসেম্বর ২০২৪, ২১:৪৮

ফের ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ 

টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ  © টিডিসি ফটো

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের ঘোষিত আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কলেজের মূল গেটের সামনে মিরপুর রোডে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।  

বিক্ষোভের সময় সড়কের একাংশে যান চলাচল আধঘণ্টা ধরে বন্ধ থাকে। এসময় মিরপুর রোড এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে নিউমার্কেট ও আশপাশের এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

পদবঞ্চিত ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডেইলি ক্যাম্পাসকে বলেন, ২৪ তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে। আমরা এই সিন্ডিকেট কমিটি বাতিল চাই, বাতিল করতে হবে। যে কমিটিতে গত দশ বছর যাবত হামলা মামলা কারা নির্যাতিত ছাত্রদলের রাজপথের সক্রিয় কর্মীরা মূল্যায়ন হয়নি।নতুন কমিটির আহ্বায়ক পিয়াল ও সদস্য সচিব মিল্লাদ কলেজ এ ঢুকবে শোনা গেছে। 

তিনি আরও বলেন, পদ পদবঞ্চিত নেতাদের বিপক্ষে গিয়ে তারা এ ক্যাম্পাসে আসতে পারবে না। ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে এখনো তারা ক্যাম্পাসে ঢুকতে পারিনি। সারা দিনব্যাপী ঢাকা কলেজ সাবেক সহ-সভাপতি তাজবিউল, আবির রায়হান ও যুগ্ম-সাধারণ সম্পাদক  মেহেদী হাসান সহ পদবঞ্চিত নেতা কর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। ঢাকা কলেজের মূল ফটকে টায়ারে আগুন জ্বালিয়ে আমরা বিক্ষোভ মিছিল করি সন্ধ্যা ৭ টার দিকে। এসময় পদবঞ্চিত ছাত্রদলের নেতা কর্মীদের ছত্র ভঙ্গ করার জন্য দুর্বৃত্তরা ককটেল হামলা চালায়। এতে পুরো এলাকায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে। 

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারেক লতিফ বলেন, আমরা প্রত্যেক পক্ষের সাথে কথা বলেছি। জনসাধারণ ক্ষতি হয় এমন কোন কাজ থেকে তাদেরকে বিরত থাকার জন্য বলেছি। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

এদিকে দ্বিতীয় দিনের মতো সকাল ১১টা থেকে ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিরপুর সড়কে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন। তবে ৩২ ঘণ্টা পেরিয়ে গেলেও নতুন আহ্বায়ক কমিটির সদস্যরা ক্যাম্পাসে অবস্থান করেনি।