তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে পদবঞ্চিতদের বিক্ষোভ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়কে আগুনে জ্বালিয়ে বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় ‘অবৈধ কমিটি মানি না মানবো না, পকেট কমিটি মানি না মানবো না’ বলে নানান স্লোগানও দেন তারা।
আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর কলেজের প্রধান ফটকের সামনের আগুন জ্বালিয়ে সড়কে এ বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, অছাত্র, অনিয়মিত ও ছাত্রলীগের কর্মী নিয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি করা হয়েছে। এটি একটি পকেট কমিটি হয়েছে। এখানে অনেক ছাত্রলীগের লোকজন রয়েছে। আমরা এ কমিটিকে প্রত্যাখান করছি। নতুন করে কমিটি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
এ সময় সদ্য সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ আল ওয়াসী বলেন, আজ থেকে এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করা হলো, আমরা এই কমিটির কার্যক্রম পরিচালনা করতে দেবো না। আমরা কেন্দ্রীয় নেতাদের এই বার্তা দিতে চাই আপনারা যে কমিটি দিয়েছেন তা সাধারণ শিক্ষার্থীরা মানবে না।
এর আগে আজ দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজসহ রাজধানীর একাধিক শাখায় নতুন কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।