২৪ ডিসেম্বর ২০২৪, ১৮:১৪
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন, সম্পাদক আকরাম
ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মো. রবিন খান ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আকরাম আহমেদ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি গোলাম মাওলা গোলাপ, সহ সভাপতি মো. কাউছার খাঁন, সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক. মো. রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, জাকারিয়া খান সিজার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।