২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:২৩
ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে পিয়াল হাসানকে আহ্বায়ক ও মো. মিল্লাদ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও ১নং যুগ্ম আহ্বায়ক হয়েছেন শাহাবউদ্দিন ইমন।
সোমবার (২৩ ডিসেম্বর) ৩৬ সদস্যের এ কমিটির অনুমোদন করেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো।
উল্লেখ্য, আহ্বায়ক পিয়াল হাসান বাংলা বিভাগের (২০০৯-১০) সেশনের শিক্ষার্থী এবং সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন ব্যবস্থাপনা বিভাগের (২০১২-১৩) সেশনের শিক্ষার্থী।