২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯

কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা

আরাফাত  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরাফাত (১২)। রবিবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ) হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। রাত ১টার দিকে এক পোস্টে বলা হয়, ‘শহীদী মিছিলে যোগ দিয়েছেন আমাদের আরও এক ভাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ঢাকা সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) মৃত্যুবরণ করেছেন শহীদ আরাফাত, বয়স ১২ বছর। শহীদ আরাফাতের জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি ছিল। উন্নত চিকিৎসার জন্য আর উড়াল দিতে হলো না আরাফাতের, আমাদেরকে রেখে চলে গিয়েছে না ফেরার দেশে। শহীদ আরাফাতের জানাজার নামাজ আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে। পরিবারের সাথে আলোচনা করে সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান এক শোকবার্তায় বলেন, শহীদের মিছিল ভারি করে ২২ ডিসেম্বর রাত ১০টা ৩০ মিনিটে ১২ বছর বয়সের কিশোর গণঅভ্যুত্থানের যোদ্ধা, গুলিবিদ্ধ আরাফাত শাহাদাতবরণ করেছেন। রাজধানীর সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) হয়ে তিনি শাহাদাতবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোকবার্তায় তিনি আরও বলেন, শাহাদাতবরণ যেভাবে আমাদের বেদনাতুর করে, সেভাবেই সাহস এবং উৎসাহ জোগায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। আমরা শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে একবিন্দুও পিছপা হবো না। শহীদ আরাফাতের মৃত্যুসহ জুলাই গণহত্যার কুশীলব শেখ হাসিনা, তার সঙ্গী আওয়ামী লীগের নেতাকর্মী এবং গুলি চালানো বাহিনীর সকল সদস্যদ্যের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। শহীদ আরাফাতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। 

একইসাথে আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ আরাফাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।